বুধবার, ১৪ মার্চ, ২০১৮, ০১:৩৫:০৩

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে যা বললেন জাতিসংঘ মহাসচিব

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে যা বললেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের কাছে এক শোকবার্তা পাঠান তিনি।

শোকবার্তায় বলা হয়েছে, কাঠমান্ডু বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি তার আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানান গুতেরেস। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

সোমবার দুপুর তিনটার দিকে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টের কাছাকাছি বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি ফ্লাইট। উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়।

যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে