বুধবার, ১৪ মার্চ, ২০১৮, ০৩:৫১:৪৭

বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে মর্মাহত হয়ে যা লিখলেন ড. ইউনূস

বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে মর্মাহত হয়ে যা লিখলেন ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক: পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং চলেন গেলেন না ফেরার দেশে। রেখে গেলেন বিশ্বের লক্ষ-কোটি মানুষের ভালবাসা। আজ বুধবার ৭৬ বছর বয়সে তিনি সবাইকে কাঁদিয়ে পাড়ি দিলেন অচেনা রাজ্যে।

স্টিফেন হকিং পৃথিবীর সেরা মহাকাশবিজ্ঞানীদের একজন, যাঁর লেখা এ ব্রিফ হিস্ট্রি অব টাইম সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের একটা। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর ও আপেক্ষিকতা নিয়ে গবেষণার জন্য বিখ্যাত ছিলেন ব্রিটিশ এই পদার্থবিদ।

স্টিফেনএদিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে তাকে স্মরণ করছেন অনেকেই। এবার তার মৃত্যুতে শোক প্রকাশ করলেন ড. ইউনূস। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে স্টিফেন হকিংয়ের মৃত্যুর শোক বার্তা  প্রকাশ করেন।

তিনি বলেন,  ‘স্টিফেন হকিংয়ের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত হয়েছি। আজ বিশ্ব একজন জগৎ বিখ্যাত বিজ্ঞানীকে হারিয়েছে। তিনি সারাটিজীবন কাজ করে গেছেন মানুষের কল্যাণে। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে তাঁর পরিবারের প্রতি সহানূভূতি প্রকাশ করছি। স্টিফেন হকিংয়ের সাথে আমার স্বাক্ষাত হয়েছিলো ২০০৯ সালে।’
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে