বুধবার, ১৪ মার্চ, ২০১৮, ০৬:৪৯:৫৫

অন্ধকারে মোটা নারীকে স্বজাতি ভেবে জলহস্তির শ্লীলতাহানীর চেষ্টা!

অন্ধকারে মোটা নারীকে স্বজাতি ভেবে জলহস্তির শ্লীলতাহানীর চেষ্টা!

আন্তর্জাতিক ডেস্ক : আগের দিন রাতে ব্যাপক ঝড়বৃষ্টির কারণে এলাকার বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে। সে কারণে পরদিন সন্ধ্যা নামতেই দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন এক নারী।

কিন্তু মাঝপথে তিনি বুঝতে পারেন কেউ তার পিছু নিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সেই 'দুষ্কৃতিকারী' তার ওপর ঝাঁপিয়ে পড়ে। শারীরিক নির্যাতনও করেছে সেই 'দুষ্কৃতিকারী'।

জানা গেছে, ওই দুষ্কৃতিকারী' এক জলহস্তি! ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের জিওলজিক্যাল পার্কে। ওই সময়ে একটি গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয় পার্কের প্রবেশ দ্বার। সেই ফাঁকে একটি জলহস্তি পালিয়ে যায়।

ওই পার্কেই একটি বেকারির দোকান রয়েছে গেরালডিন বাউডিন নামে এক নারীর। তার অভিযোগ, জলহস্তি পালানোর পরের দিন আক্রান্ত হন তিনি। ওই নারীর দাবি, জলহস্তিটি তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। পরে কোনো মতে জলহস্তির হাত থেকে রক্ষা পান তিনি।

পরে জলহস্তিটিকে খুঁজে পাওয়ার পর আবারো পার্কে নিয়ে আসা হয়েছে। জানা গেছে, আক্রান্ত ওই নারীর ওজন প্রায় চারশ পাউন্ড। রাতের অন্ধকারে ওই নারীকে 'নারী জলহস্তি' ভেবেই তার ওপর হামলা চালিয়েছে ওই জলহস্তি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে