বুধবার, ১৪ মার্চ, ২০১৮, ১০:০৫:৪৮

গাজায় প্রধানমন্ত্রীর কনভয়ে বোমা হামলা

গাজায় প্রধানমন্ত্রীর কনভয়ে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর কনভয়ে বোমা হামলা! তবে কোনক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন প্রধানমন্ত্রী।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ ও গোয়েন্দা প্রধান মাজিদ ফারাজের গাড়ির কনভয় গাজার বেইত হানুন চেক পয়েন্ট পার হওয়ার পরপরই বোমার বিস্ফোরণ ঘটে।

তবে এই ঘটনায় তাদের কোনও ক্ষতি হয়নি। তবে সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, তারা বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করেছে।

এদিকে, ফিলিস্তিনের ফাতাহ আজকের হামলার নিন্দা জানিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করেছে। তবে হামাস বলেছে, ফিলিস্তিনিদের ঐক্য বিনষ্ট করতে শত্রুরা এই হামলা চালিয়ে থাকতে পারে। একইসঙ্গে শত্রুরা গাজার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করতে চায়।

হামলার পর গাজার একটি জল শোধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী হামদাল্লাহ। ২০১৭ সালে কায়রোতে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের মধ্যে ঐক্য চুক্তি সইয়ের পর এ নিয়ে তিনি দ্বিতীয়বার গাজা উপত্যকা সফর করলেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে