শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮, ১১:২৫:৩৭

‘ইরান পরমাণু বোমা বানালে আমরাও বসে থাকব না’

‘ইরান পরমাণু বোমা বানালে আমরাও বসে থাকব না’

আন্তর্জাতিক ডেস্ক :  চিরশত্রু ইরান পরমাণু বোমা বানালে আমরা সৌদি আরবও বসে থাকব না। টিভি সাক্ষাত্‍কারে সাফ জানালেন আমিরশাহির ৩২ বছরের যুবরাজ।

বৃহস্পতিবার টেলিভিশন সাক্ষাত্‍কারের প্রিভিউয়ে যুবরাজ মহম্মদ বিন সলমন জানান, 'সৌদি আরব পরমাণু বোমা সংগ্রহ করতে চায় না। কিন্তু যদি ইরান পরমাণু বোমা তৈরি করে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরাও সে পথে পা বাড়াব।'

মধ্যপ্রাচ্য ও তার সীমানা ছাড়িয়ে প্রভাব বিস্তার করার লড়াইয়ে ইরানের সঙ্গে দীর্ঘ কাল যাবত্‍ সংঘর্ষে লিপ্ত সৌদি আরব। পেট্রোলিয়ামের উপর নির্ভরতা কমাতে যুবরাজ মহম্মমদের নেতৃত্বে সম্প্রতি পরমাণু শক্তি উত্‍পাদনের পরিকল্পনা করছে আমিরশাহি।

সে দেশে কয়েক লক্ষ কোটি ডলার মূল্যের দু'টি পরমাণু চুল্লি তৈরি করার বরাত পেতে প্রতিযোগিতায় নেমেছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ফ্রান্স এবং চিন।

প্রসঙ্গত, এর আগে শুধুমাত্র শান্তির জন্যই পরমাণু শক্তি সঞ্চয়ের কথা বললেও সেই সঙ্গে পরমাণু জ্বালানি উত্‍পাদনের জন্য ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি সম্পর্কে কোনও উচ্চবাচ্য করেনি বিশ্বের সর্বোচ্চ তেল উত্‍পাদনকারী রাষ্ট্র।

গত মঙ্গলবার পরমাণু শক্তি সংক্রান্ত জাতীয় নীতি অনুমোদন করেছে সৌদি সরকার, যার মধ্যে আন্তর্জাতিক নিয়মাবলী মেনে শুধুমাত্র শান্তির উদ্দেশ্যে পরমাণু শক্তি উত্‍পাদনের প্রস্তাব রাখা হয়েছে। -এই সময়

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে