শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮, ১১:৪৮:৫৯

যে কারণে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স পাঠাবে কানাডায়

যে কারণে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স পাঠাবে কানাডায়

আন্তর্জাতিক ডেস্ক :  নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাকবক্স’ কানাডায় পাঠানো হয়েছে।

এবিষয়ে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, নেপাল কর্তৃপক্ষ ‘ব্ল্যাকবক্স’ অলরেডি পরীক্ষার জন্য কানাডায় পাঠিয়ে দিয়েছে। এটা সময়সাপেক্ষ ব্যাপার। ব্লাকবক্স ও সিভিআর দুটোই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে অলরেডি কাজ চলছে। এটার উপরেই নির্ভর করছে, দুর্ঘটনার আগে মূল ঘটনা কী ছিল।

তিনি আরো বলেন, এটার সাথে জড়িত বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন বা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক, নেপাল সিভিল অ্যাভিয়েশন ও ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন। সবাই সম্মিলিতভাবে এটা নিয়ে কাজ করছে।

এর আগে আজ (বৃহস্পতিবার) দুপুরে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান বলেছিলেন, বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স (বিমানে সংরক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার) কানাডায় পাঠাবে নেপাল। কারণ তাদের এটা পরীক্ষা করার সরঞ্জামাদি নেই। আর এই কারণেই বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স পাঠাবে কানাডায়। ব্ল্যাকবক্সের তদন্তের রিপোর্ট পেতে সময় বেশি লাগতে পারে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে