শনিবার, ১৭ মার্চ, ২০১৮, ১০:১৭:২৮

‘মসজিদটা খুলে দিন’ পাকিস্তান থেকে ভারতে আসলো ১১ বার ফোন

‘মসজিদটা খুলে দিন’ পাকিস্তান থেকে ভারতে আসলো ১১ বার ফোন

আন্তর্জাতিক ডেস্ক : বছর দুয়েক আগে সিল করে দেওয়া হয়েছিল ভারতের উত্তরপ্রদেশের বারানসির একটি মসজিদ। আর সেই মসজিদ খুলে দেওয়ার জন্য নাকি ফোন আসছে পাকিস্তান থেকে। এমনটাই জানিয়েছেন বারানসির ম্যাজিস্ট্রেট। বিতর্ক হওয়াতেই বন্ধ হয়ে গিয়েছিল ওই মসজিদ।

২০১৬ সালে বারানসির কোনিয়া এলাকার বড়ি মসজিদ নিয়ে সংঘর্ষ বেঁধেছিল। আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে মসজিদটি সিল করে দিয়েছিলেন সিটি ম্যাজিস্ট্রেট। এরপর থেকে বন্ধই রয়েছে সেটি। আচমকা আসতে শুরু করল এই ফোন।

সিটি ম্যাজিস্ট্রেট ড. ভিশ্রম জানিয়েছেন, এক অজ্ঞাত নম্বর থেকে ১১ বার ফোন এসেছে তার কাছে। গত ১৪ মার্চ ওই মসজিদ সংক্রান্ত মামলার শুনানি ছিল। তার আগেই আসে ফোনগুলি। ফোনের ওপার থেকে ব্যক্তি জানান যে তিনি পাকিস্তান থেকে কথা বলছেন। নম্বরটি সার্চ করলে না দেখাচ্ছে আধিমাল কোরাঙ্গি। জেলাশাসকের কাছে এই রিপোর্ট জমা দিয়েছেন তিনি।

শুনানির দিন কোনও পার্টিও ফোনের কথা জানে না বলে জানায়। দিনকয়েক বাদেই রয়েছে ফের শুনানি। মসজিদের সম্পত্তি নিয়েই গণ্ডগোল। মসজিদ চত্বরে থাকা ১২টি দোকান লাভজনক ব্যবসা দেয়। তার মালিকানা নিয়েই ঝামেলা শুরু হয়।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে