সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮, ০৮:৪১:১৪

সিরিয়াকে এস-থ্রি হান্ড্রেড দেয়ার ঘোষণায় ইসরাইল উদ্বিগ্ন!

সিরিয়াকে এস-থ্রি হান্ড্রেড দেয়ার ঘোষণায় ইসরাইল উদ্বিগ্ন!

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়াকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-থ্রি হান্ড্রেড দিতে পারে বলে ঘোষণা করার পর ইসরাইল উদ্বিগ্ন হয়ে পড়েছে।

ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট লিখেছে, এর ফলে ইসরাইলের বিমানবাহিনী হুমকির মুখে পড়বে। আরও বেশি ইসরাইলি পাইলট প্রাণ হারাবেন।

ইসরাইলি টিভি চ্যানেল ‘আইটুয়েন্টিফোরনিউজ’ লিখেছে, সিরিয়ার কাছে রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।

এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে বলে ইসরাইলের অন্যান্য গণমাধ্যমেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

রুশ সামরিক বাহিনীর শীর্ষপর্যায়ের কর্মকর্তা কর্নেল সের্গেই রুদস্কয় গত শনিবার বলেছেন, আগে থেকেই অস্থির অবস্থায় থাকা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তোলার জন্যই পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, সিরিয়াসহ অন্য দেশগুলোকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হতে পারে।
এমটি নিউজ/এপি/ডিসি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে