রবিবার, ২২ এপ্রিল, ২০১৮, ১১:৩০:৩০

‘ভারতকে ছিন্নভিন্ন করার চেষ্টা চালাচ্ছে প্রতিবেশি এই রাষ্ট্র’

‘ভারতকে ছিন্নভিন্ন করার চেষ্টা চালাচ্ছে প্রতিবেশি এই রাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতে জঙ্গি হামলার জন্য প্রতিবেশী রাষ্ট্রকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তিনি বলেন, ‘ভারতকে ছিন্নভিন্ন করার চেষ্টা চালাচ্ছে প্রতিবেশি এই রাষ্ট্র।’

একটি সমাবেশে যোগ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা সবসময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভাল সর্ম্পক রাখার চেষ্টা করি৷ আমরা প্রতিবেশী দেশকে আত্মীয় মনে করি৷ যদিও,তাদের মধ্যে একজন বিষয়টি শোনে না৷

কিন্তু, তাদের একদিন শুনতেই হবে৷ সমস্ত আর্ন্তজাতিক বাহিনী তাদের উপর চাপ সৃষ্টি করছে৷ আর্ন্তজাতিক সংস্থাগুলি প্রাণপণে চেষ্টা করছে যাতে তারা সন্ত্রাসবাদকে বয়কট করে৷’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও বলেন, ভারত পাকিস্তানের সঙ্গে ভাল সর্ম্পক রাখতে চায়৷ কিন্তু, পাকিস্তান বিষয়টিকে কঠিন করে তুলছে৷

সন্ত্রাসবাদ নিয়ন্ত্রনে ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা সফলভাবে কাজ করে চলেছেন৷ এজন্য তিনি জনসমক্ষে তাঁদের প্রসংশাও করেন৷ বলেন, ‘পাকিস্তান আমাদের দেশকে ভাঙার চক্রান্ত করা হচ্ছে সন্ত্রাসবাদের সাহায্য নিয়ে৷ কিন্তু আমরা আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর কাজে গর্বিত৷ তারা সন্ত্রাস মোকাবিলার যোগ্য জবাব দিয়েছে শত্রুপক্ষকে৷’--কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে