সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ০৮:৪৫:১০

‘ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না’

‘ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না’

আন্তর্জাতিক ডেস্ক: ইরান কখনোই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর কাছে মাথানত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

সোমবার তেহরানে ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনী প্রধানদের সম্মেলনে বক্তব্য দেয়ার সময় বাকেরি এ কথা বলেন। খবর পার্সটুডের।

মেজর জেনারেল বাকেরি আরও বলেছেন, ইরান নিজের শক্তি ও সামর্থ্যের ওপর ভর করে প্রতিবেশী দেশগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, দুই মেরুকেন্দ্রিক ব্যবস্থার অবসান হয়েছে এবং প্রাচ্য ও পাশ্চাত্যে নতুন নতুন শক্তির উত্থান ঘটছে। কিন্তু যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন প্রান্তে সেনা মোতায়েন ও শক্তির ভাষা ব্যবহারের মাধ্যমে বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, যুক্তরাষ্ট্র দায়েশের (আইএস) সহযোগিতায় পশ্চিম এশিয়ার একটা বড় অংশে সংকট সৃষ্টি করেছে। এর ফলে বহু মানুষ নিহত ও বাস্তুহারা হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের আন্তর্জাতিক নীতিমালার তোয়াক্কা করে না। সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে আবারও এই বাস্তবতা সামনে স্পষ্ট হয়েছে।

মেজর জেনারেল বাকেরি বলেন, ইসরাইল বিনা বাধায় নিজের পরমাণু অস্ত্রভাণ্ডারসমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তাতে যুক্তরাষ্ট্র কোনো দোষ দেখছে না। কিন্তু সেই যুক্তরাষ্ট্রই অন্য দেশগুলোকে বৈধ ও প্রচলিত প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং এটাকে অপরাধ হিসেবে গণ্য করছে। 
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে