বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:৫৯:০৭

যে নামে ডাকা হবে বৃটিশ নতুন রাজপুত্রকে

যে নামে ডাকা হবে বৃটিশ নতুন রাজপুত্রকে

আন্তর্জাতিক ডেস্ক: গত সোমবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের লিনডো উইং অব সেইন্ট মেরি’স হাসপাতালে ডাচেজ অব কেম্ব্রিজ তার তৃতীয় সন্তান জন্ম দেন। ডিউক অ্যান্ড ডাচেস অব কেমব্রিজের ঘরে প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লোটের পর জন্ম নিয়েছে তাদের তৃতীয় সন্তান।

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের জন্ম নেয়া তৃতীয় সন্তান হবেন সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী। নিয়ম অনুযায়ী রানি সিংহাসন ত্যাগ করেন বা তারপর হবেন পুত্র প্রিন্স চার্লস সিংহাসনের উত্তরাধিকারী। এর পরের তালিকায় রয়েছেন প্রিন্স উইলিয়াম, প্রিন্স উইলিয়ামের বড় ছেলে প্রিন্স জর্জ, তারপর প্রিন্স উইলিয়ামের কন্যা এবং সর্বশেষ তার পরই সিংহাসের পঞ্চম উত্তরাধিকারী হিসেবে মনোনীত হবেন রাজ পরিবারের সর্ব কনিষ্ঠ সদস্য।

তুন এই নবজাতকের জন্ম হওয়ায় এক ধাপ নিচে নেমে যাবেন ব্রিটিশ রাজ পরিবারের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রিন্স হ্যারি। নতুন রাজপুত্রের কারণে তার অবস্থান হয়ে যাবে ষষ্ঠ। নতুন এই নবজাতক রানি ভিক্টোরিয়ার গ্রেট-গ্রেট-গ্রেট-গ্রেট-গ্রেট গ্রান্ডচাইল্ড।

এদিকে প্রিন্স হ্যারি এক ধাপ পিছিয়ে ষষ্ঠ অবস্থানে চলে যাওয়ায় ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু চলে গেলেন সপ্তম অবস্থানে। আর প্রিন্সেস বিট্রাইস ও এগুইন থাকছেন অষ্টম ও নবম অবস্থানে। নতুন এ রাজপুত্রকে কি নামে ডাকা হবে তা নিয়ে এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। নামের তালিকার মধ্যে আর্থার, আলবার্ট, জেমস ও আলেকজান্ডারসহ বেশ কয়েকটি নামের মধ্যে যে কোন একটি নাম রাখা হতে পারে।

নতুন শিশুর নাম নিয়ে বাজিকরদের মধ্যেও বাজি ধরা শুরু হয়ে গেছে। বাজিকররা মনে করছেন রাজপরিবারের নতুন অতিথির জন্য সাম্প্রতিক সময়ের জনপ্রিয় নাম ফিলিপ, আর্থার, আলবার্ট, জেমস ও আলেকজান্ডারের মধ্যে থেকে কোনো একটি নাম পছন্দ করা হবে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে