বুধবার, ১৬ মে, ২০১৮, ০৬:২৫:৫৮

হায় ফিলিস্তিন! নামাজ, বোমা আর প্রতিরোধ একই মাঠে

হায় ফিলিস্তিন! নামাজ, বোমা আর প্রতিরোধ একই মাঠে

আন্তর্জাতিক ডেস্ক: ছোট একটি ক্লিপ। এতেই ফুটে উঠেছে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের চিত্র। এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছেন একদল লোক। পাশে বোমাবর্ষণ হচ্ছে। মৃত্যুকে মেনে নিয়ে প্রার্থনায় রত তারা। 

কেউ বা ঢিল ছুঁড়ছেন গুলতি দিয়ে, শহীদ আবু সালাহর মতো করে। কেউ আহত হয়ে পড়ে যাচ্ছেন। দুই-একজন দৌড়ে যাচ্ছেন আহতদের উদ্ধারে। একাধারে চলছে বিমান থেকে বোমা বর্ষণ। ছুটে আসা টিয়ারসেল ফেরত পাঠানো হচ্ছে শত্রু ব্যুহে। 

দেখেই বোঝা যাচ্ছে এরা কেউ যোদ্ধা নন। সবাই সাধারণ মানুষ। তাদের কারো হাতে অস্ত্র নেই। নিরস্ত্র-নামাজে দাঁড়ানোদের ওপর চলছে হামলা। 

গত সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে গাজায় বিক্ষোভে অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে ৬০-এ দাঁড়ায় বলে জানিয়েছে সিএনএন। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে ইসরায়েলের বিরুদ্ধে। গাজা সীমান্তে যখন রক্তের বন্যা বইছে, তখন মাত্র ৫০ মাইল দূরে ট্রাম্পকন্যা ইভানকা এবং তার স্বামী মার্কিন দূতাবাসের উদ্বোধন করছেন। 
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে