সোমবার, ২১ মে, ২০১৮, ১০:২২:৪৯

রমজান উপলক্ষে পাঁচ শতাধিক পণ্যের দাম কমালো যে দেশটি

রমজান উপলক্ষে পাঁচ শতাধিক পণ্যের দাম কমালো যে দেশটি

আন্তর্জাতিক ডেস্ক : রমজান মাসে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়লেও এর ঠিক উল্টো চিত্র কাতারে। রমজান মাস উপলক্ষে ৫ শতাধিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়েছে দেশটির সরকার। নতুন মূল্য তালিকাও ঝুলিয়ে দেওয়া হয়েছে প্রতিটি দোকানের সামনে। রমজান উপলক্ষে পাঁচ শতাধিক পণ্যের দাম কমালো একটি দেশ।

রমজানে নিত্যপণ্যের দাম কড়াকড়ি ভাবে নিয়স্ত্রণ করে থাকে কাতার সরকার। রমজানের এক সপ্তাহ আগেই ছোট বড় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে পাঁচ শতাধিক পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে দেওয়া হয় কাতারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে, যা বছরের অন্য সময়ের থেকে কম। বিষয়টি সিটি করপোরেশনের (বলাদিয়া) কর্মকর্তাদের দিয়ে কঠোরভাবে মনিটর করানো হয়। এসব পণ্যের মধ্যে চাল, ডাল, তেল, মাছ, মাংস, ছোলা, মুড়ি, মসলা সবই রয়েছে।

শুধু সরকারী ব্যবস্থা নয়, দেশটির গ্রোসারি শপগুলোতেও (মুদি দোকান) রমজানের নিত্যপ্রয়োজনীয় ছোলা, মুড়ি, বেসন, খেজুরসহ নানা ধরনের ফলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়।

কাতারের আবু হামুরে অবস্থিত সাফারি মলের ক্যাশিয়ার ইমরান হাসান জানান, সারা বছর আমরা যে দামেই বিক্রি করি না কেন রমজান মাসে প্রায় প্রত্যেকটা ভোগপণ্যে আমরা বিশেষ ছাড়ের ব্যবস্থা করে থাকি। যেমন বাসমতি চালের ৫ কেজির প্যাকেট রমজানের আগে আমরা ৩৬ রিয়েলে বিক্রি করলেও রমজানে সেটা ২৬ রিয়েলে বিক্রি করছি। এ ধরনের আরও অনেক পণ্য আছে যেগুলি বছরের অন্য সময়ের চেয়েও অনেক কম দামে আমরা গ্রাহকের হাতে তুলে দেই।
 
দেশটিতে বসবাসরত এক গৃহিণী জানান, রমজান মাস এলেই দেশের সাধারণ মানুষজন নিত্যপণ্যের দাম নিয়ে এক রকম আতঙ্কে থাকে। কিছু কিছু পণ্য তো সাধারণের নাগালের বাইরে চলে যায়। সেদিক থেকে কাতারে আমরা বেশ স্বস্তিতেই আছি। এই দেশে বাড়বে তো দূরের কথা, বেশ অনেক পণ্যে বিশেষ বিশেষ ছাড়েরও ব্যবস্থা থাকে। কোনও কোনও শপিংমলে দুইটা পণ্য কিনলে একটা পণ্য ফ্রিও পাওয়া যাচ্ছে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে