সোমবার, ২১ মে, ২০১৮, ০৫:০৬:৩৪

অরুণাচল সীমান্তে বিশাল স্বর্ণখনির সন্ধান! চীন-ভারত সংঘাতের আশঙ্কা

অরুণাচল সীমান্তে বিশাল স্বর্ণখনির সন্ধান! চীন-ভারত সংঘাতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ভারতের অরুণাচল সীমান্তবর্তী এলাকায় বিশাল স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। ইতোমধ্যে চীন এই অঞ্চলে নিজেদের অংশে খননকাজ শুরু করেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, সেখানে সোনা, রুপোসহ মূল্যবান খনিজের যে বিশাল খনির খোঁজ পাওয়া গেছে তার আনুমানিক মূল্য ৬০০ কোটি মার্কিন ডলার। এ কারণে চীন ও ভারতের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। 

চীন অরুণাচলকে দীর্ঘ দিন ধরেই দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে। ভারতীয় সীমান্ত সংলগ্ন চীনের হুনজে কাউন্টিতে খননকাজ শুরু করেছে বেজিং।

প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, প্রাকৃতিক সম্পদ ভরপুর এই অঞ্চল দক্ষিণ তিব্বতের দাবিকে আরো সুদৃঢ় করবে। খনিজ উত্তোলনের পাশাপাশি সীমান্তে ব্যাপক নির্মান কাজ অরুণাচলকে আরেকটা দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক সংঘাতের মতো অবস্থায় নিয়ে যেতে পারে। 

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত এপ্রিল মাসে চীনে গিয়েছিলেন। আর তার একমাস না যেতেই অরুণাচল সংলগ্ন প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার রিপোর্ট প্রকাশিত হলো। পাশাপাশি শুরু হলো চীন-ভারতের নতুন টানাপোড়েন।
সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমএইট
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে