বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮, ০৭:২৭:০১

একটার অন্তত মরা উচিত, বলেই গুলি!

একটার অন্তত মরা উচিত, বলেই গুলি!

আন্তর্জাতিক ডেস্ক: গাড়ির মাথায় সাপের মতো বুকে হেঁটে এগোচ্ছেন এক পুলিশ সদস্য। হাতে উঁচিয়ে ধরা স্বয়ংক্রিয় রাইফেল। অস্ত্র তাক করে পজিশন নিয়েছেন তিনি। তখনই কেউ বললেন, ‘একটার অন্তত মরা উচিত!’ মুহূর্তে গুলির শব্দ।

তামিলনাড়ুর তুতিকোরিনে স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে বুধবার পুলিশের গুলি চালানোর এই ভিডিওটি সামনে আসতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

এই ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস ও হত্যা’ আখ্যা দিয়েছেন রাহুল গান্ধী। জালিয়ানওয়ালা বাগের সঙ্গে এর তুলনা করেছে ডিএমকে।
অন্নানগর এলাকায় একটি হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন কমল হাসন। তিনি ফিরে যাওয়ার পরেই পুলিশকে নিশানা করে ঢিল ছোড়ে বিক্ষোভকারীরা। গুলি চালায় পুলিশ। আহত হন তিনজন। তাদের হাসপাতালে নিয়ে গেলে কালিয়াপ্পন নামে এক যুবককে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পরে স্টারলাইট বিতর্কে মৃতের সংখ্যা দাঁড়াল ১২।

অন্নানগরের কয়েকটি ভিডিয় পুলিশকে কাঠগড়ায় তুলে দিয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গুলিবিদ্ধ ২২ বছর বয়সী কালিয়াপ্পন রাস্তায় পড়ে। মাটি ছেড়ে উঠতে পারছে না।তাকে ঘিরে পুলিশ। একবার মাথা তোলার চেষ্টা করে যুবকটি। সঙ্গে সঙ্গে পুলিশকর্মীর মন্তব্য, নাটক করবি না।
এমটিনিউজ২৪.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে