শনিবার, ২৬ মে, ২০১৮, ০৮:৫২:৩৬

চার বছরের রিপোর্ট কার্ডে 'F' গ্রেড পেলেন মোদী

চার বছরের রিপোর্ট কার্ডে 'F' গ্রেড পেলেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির তখতে চার বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। তাঁর সরকারের চারবছরের কাজের পর্যালোচনা করলেন রাহুল গান্ধী। রাহুলের রিপোর্ট কার্ডে প্রত্যাশিতভাবেই ডাহা ফেল করেছেন মোদী। 

মোদী সরকারের রিপোর্ট কার্ড দিয়ে রাহুল টুইট করেছেন, কৃষি, বিদেশনীতি, পেট্রোপণ্যের মূল্যনিয়ন্ত্রণ, কর্মসংস্থানে 'ফেল' করেছেন নরেন্দ্র মোদী। স্লোগান তৈরি, আত্মপ্রচারে মোদী পেয়েছেন 'A+'। যোগব্যায়ামে আবার মোদীর গ্রেড 'B-'। পর্যালোচনায় রাহুল লিখেছেন, ''সুবক্তা, কঠিন বিষয়ে হাতড়েছেন। তবে রয়েছে মনোযোগের অভাব।''        

সরকারের চার বছরপূর্তি অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৫ দিন ধরে উজ্জাপনের সিদ্ধান্ত নিয়েছে এনডিএ। বিজেপি যখন মোদী সরকারের কাজকর্ম ফলাও করে প্রচার করছে, তখন 'বিশ্বাসঘাতকতা দিবস' পালন করছে কংগ্রেস। তাদের দাবি, আর্থিক ও সামাজিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে মোদী সরকার। 
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে