বুধবার, ১৩ জুন, ২০১৮, ০৭:০৮:০৬

‘জয় শ্রীরাম’ না বলায় মৌলানাকে মারধরের অভিযোগ

‘জয় শ্রীরাম’ না বলায় মৌলানাকে মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: রীতিমতো মারধর করা হল এক মুসলিম যুবককে৷ তিনি আবার মৌলবি৷ ঝাড়খন্ডের রাঁচিতে এই ঘটনা ঘটেছে৷ কিন্তু কেন মারধর করা হল ওই মৌলবিকে?

সূত্রের খবর তিনি জয় শ্রীরাম বলতে চাননি৷ অভিযোগ এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বেশ কয়েকজন সদস্য তাঁকে জয় শ্রী রাম বলার জন্য জোর করে৷ তিনি বলতে না চাওয়ায় তাঁকে যথেচ্ছ মারধর করা হয়৷

আজহার উল ইসলাম নামের ওই মৌলবি বিকেলের নমাজ পড়ার পর নিজের কাজ সারছিলেন৷ তখনই জনা কয়েক অজ্ঞাতপরিচয় যুবক এসে জয় শ্রী রাম বলার জন্য জোরাজুরি করতে থাকে৷ কিন্তু আজহার তা বলতে সম্মত হননি৷

এরপরেই তিনি সেখান থেকে চলে আসতে চান৷ ওই যুবকদের সরিয়ে তিনি বাড়ির রাস্তা ধরেন৷ কিন্তু তাঁর পিছন ছাড়েনি ওই যুবকরা বলে অভিযোগ আজহারের৷ বার বার তাঁকে জয় শ্রীরাম বলার জন্য চাপ দিতে থাকে ওই যুবকরা৷

তখনও কথা না শুনলে তাঁকে মারধর করা হয়৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে চোট পেয়েছেন তিনি৷ তাঁর চিকিৎসা চলছে৷

এরআগে, হরিয়ানার কারনালে পয়লা জুন মসজিদে নমাজ পাঠ শেষে কয়েকজন প্রার্থনাকারীকে মারধর করে একদল যুবক৷ মসজুদের ভিতরে ঢুকে পড়ে ২০-২৫ জন যুবক৷ মসজিদের মাইক ভেঙে, নমাজ পাঠে বাধা দিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা৷ মারধর করা হয় উপস্থিত বেশ কয়েকজনকে৷

ফেব্রুয়ারি মাসে রাজস্থানে ‘জয় শ্রীরাম’ না বলায় এক মুসলিমকে ২৫টি থাপ্পড় মারে এক হিন্দু যুবক৷ সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ অভিযুক্ত তরুনের নাম বিজয় মিনা৷ বিজয়কে গ্রেফতার করা হয়৷ ওই মুসলিমের নাম মহম্মদ সালিম বলে জানা গিয়েছে৷ ভাইরাল হওয়া ভিডিওটি ৩ মিনিট ৪২ সেকেন্ডের।

ভিডিওতে দেখা গেছে, তরুণটি মধ্যবয়স্ক মানুষটির দাড়ি ধরে টানাটানি করছে। পরপর ২৫টি থাপ্পড় মারতেও দেখা গেছে। একইসঙ্গে মহম্মদ সালিমকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য নির্দেশও দিচ্ছিল ওই তরুণ।

তখন মহম্মদ সালিম সেই কথা বলতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয়৷ ঘটনাটি ঘটে মাউন্ট আবু থেকে ৩০ কিলোমিটার দূরে একটি রাস্তার ওপর। পরে থানায় এফআইআর হয়।

পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে ধর্মীয় আবেগে আঘাত, বিদ্বেষ ছড়ানো এবং নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে