সোমবার, ১৮ জুন, ২০১৮, ০৮:০৯:৩২

জাতিসঙ্ঘকে যুক্তরাষ্ট্রের গুডবাই!

জাতিসঙ্ঘকে যুক্তরাষ্ট্রের গুডবাই!

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বরতার নিন্দা করায় জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ ছেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক বছর আগেই জাতিসঙ্ঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি অভিযোগ করেন, পরিষদ ধারাবাহিকভাবে ইসরাইলবিরোধী ভূমিকা পালন করছে। ভূমিকা না বদলালে জাতিসঙ্ঘকে গুডবাই জানাবে যুক্তরাষ্ট্র।

কূটনৈতিক ও মানবাধিকারকর্মীদের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, যুক্তরাষ্ট্রের দেয়া সংস্কার প্রস্তাব যথাযথ অনুসরণ না করাও ওয়াশিংটনের পরিষদ ত্যাগের সিদ্ধান্তকে ত্বরান্বিত করছে।

২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের ভূমি দখলের বিষয়টি আলোচ্যসূচিতে রেখে আসছে মানবাধিকার পরিষদ।

এ কারণে তৎকালীন প্রেসিডেন্ট বুশ প্রশাসন পরিষদের সঙ্গে সম্পর্ক রাখেনি। ২০০৯ সালে ওমাবা সরকার পরিষদে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে