শনিবার, ২৩ জুন, ২০১৮, ০৯:০২:৫৩

মোবাইলে ব্যস্ত তরুণ, এগিয়ে আসছে বাঘ, অতঃপর...

মোবাইলে ব্যস্ত তরুণ, এগিয়ে আসছে বাঘ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক:  লক্ষ্যের দিকে খুব সাবধানে একটা একটা পা ফেলে এগিয়ে আসছে অতিকায় একটা বাঘ। স্থির চোখ দুটো আটকে আছে একটা জলাশয়ের ওপারে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর। মানুষটি বাঘের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে। তার থেকে মাত্র কয়েক সেকেন্ডের দূরত্বে যে একটা বাঘ ঠিক তাকে লক্ষ্য করেই এগিয়ে আসছে তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। তরুণ তখনও মোবাইলে ব্যস্ত।

জলাশয়ের পানি পেরিয়ে ক্রমশ ওই তরুণের কাছে এগিয়ে এল। আর তারপরই শিকারকে লক্ষ্য করে একটা লাফ! শিকারের একদম কাছে গিয়েও শিকারের নাগাল পেল না। উল্টে ছিটকে পড়ল জলাশয়ের পানিতেই। কারণ শিকার লক্ষ্য করে এগোলেও বাঘটির ধারণাই ছিল না যে এটা আসলে তাকে বোকা বানানোর একটা কৌশল!

ঘটনাটি আমেরিকার লুইসিয়ানার একটি চিড়িয়াখানার। বাঘের আস্তানা ঘিরে ওই চিড়িয়াখানায় পুরু কাচের আস্তরণ রয়েছে। প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীদের খুব কাছ থেকে দেখার জন্যই এই ব্যবস্থা। এক ব্যক্তি ওই বাঘের ঘরের সামনেই বাঘের দিকে পেছন করে দাঁড়িয়ে মোবাইলে ব্যস্ত ছিলেন। শিকারকে এতটা কাছে এবং অন্যমনস্ক দেখে বাঘটি গোপনে এসে হামলা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। আর এই পুরো ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেন কেভিন ফেলডার জুনিয়র নামে এক ব্যক্তি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘটির নাম মাইক। বছরখানেক হলো সে ওই চিড়িয়াখানার আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে