সোমবার, ২৫ জুন, ২০১৮, ০১:৪৬:০৮

বিজয় ভাষণের প্রস্তুতি নিচ্ছেন এরদোগান

বিজয় ভাষণের প্রস্তুতি নিচ্ছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট নিশ্চিত হবার পর বিজয় ভাষণের জন্য প্রস্তুতি নিচ্ছেন রিসেপ তাইয়্যিপ এরদোগান। চূড়ান্ত ফলাফল ঘোষণার পরপরই তিনি বিজয় ভাষণ দেবেন বলে এরদোগানের দল একেপার্টির মূখপাত্র মাহির উনালের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকায় বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এক বার্তায় রিসেপ তাইয়্যেব এরদোগানকে তিনি এই অভিনন্দন জানান। নির্বাচনি ফলাফলকে তুরস্কের গণতান্ত্রিক ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় বলেও উল্লেখ করেন। এছাড়াও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা এরদোগানকে অভিনন্দন জানানো অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৮৬ শতাংশ ভোটের মধ্যে প্রায় ২ কোটি ৩০ লাখ ভোট পেয়ে নিশ্চিত বিজয়ের পথে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এ পর্যন্ত গণনা হওয়া ৮৬ ভাগ ভোটের মধ্যে এরদোগান তথা একে পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৫ দশমিক ৭ শতাংশ। প্রাপ্ত ভোটের পরিমাণ ২ কোটি ৩০ লাখ।

অপরপক্ষে নিটকতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন মুহারেরম তথা সিএইচপি পার্টির নেতৃত্বে ন্যাশনাল এ্যালায়েন্স। তাদের প্রাপ্ত ভোটের পরিমাণ ৩৩ দশমিক ৫ শতাংশ বা ১ কোটি ৪০ লাখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে