শনিবার, ২১ জুলাই, ২০১৮, ১১:৫৪:২৬

অফিস টাইম ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা!

 অফিস টাইম ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা!

আন্তর্জাতিক ডেস্ক :  আন্তর্জাতিক আইন অনুযায়ী কর্মজীবীদের দৈনিক ৮ ঘণ্টা কাজ করতে হয়। কিন্তু তা বাড়িয়ে ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা করা হয়েছে ভারতের উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর অন্নপূর্ণা এলাকার একটি কারখানায়।

এর প্রতিবাদে ওই কারখানায় চাকরিজীবীরা শুক্রবার সকাল থেকে প্রতিষ্ঠানের গেটে বিক্ষোভ করতে শুরু করে।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ সব চাকরিজীবীদের ৮ ঘণ্টা কাজের পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করানোর নোটিশ জারি করেছিল।

মালিকপক্ষ চাইছিল কারখানায় ৮ ঘণ্টা করে ৩টি শিফটের পরিবর্তে ২টি শিফট চালাবে। কিন্তু শ্রমিকরা কেউই ১২ ঘণ্টা কাজ করতে রাজি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে