মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ০৭:০৬:৫৭

যে দেশে এক কাপ কফির দামে পাওয়া যায় ৯০০০ কাপ পেট্রোল!

যে দেশে এক কাপ কফির দামে পাওয়া যায় ৯০০০ কাপ পেট্রোল!

আন্তর্জাতিক ডেস্ক: এটা অনেকেরই জানা অছে যে, ভেনিজুয়েলা বিশ্বের সবচেয়ে সস্তা দরে তেল বিক্রি করে। সে দেশে প্রতি লিটার পেট্রোল বাংলাদেশি টাকায় এক টাকা ৬৯ পয়সা দর। তবে দেশটি এতো সস্তা দরে আর তেল বিক্রি করবে না।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ব্যাপারে বলেছেন, তার সরকার তেলে ভর্তুকি দেওয়া বন্ধ করে দেবে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তেলের পাচার রোধ করতে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, দেশের মধ্যে অবশ্যই আন্তর্জাতিক মূল্যে পেট্রোল বিক্রি করতে হবে। তেল পাচার রোধ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া দরকার।

দেশটিতে মূল্যস্ফিতি বেড়ে গেছে মারাত্মকভাবে। সে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম ক্রান্তিলগ্ন পার করছে। ফলে তেলে দাম বৃদ্ধি করে ক্রান্তিকাল থেকে উতরে যাওয়ার পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে সে দেশে এক কাপ কফির দাম ৪৫ টাকা। অথচ সে টাকায় প্রায় ৯০০০ কাপ পেট্রোল পাওয়া যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে