মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১০:৩৯:১৪

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: মাহাথির মোহাম্মদ

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো মিয়ানমারের হত্যাযজ্ঞ এবং নির্যাতনকে পুরোপুরি অগ্রহণযোগ্য এবং অবিচার হিসেবে উল্লেখ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

 মাহাথির বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে যেভাবে গণহত্যা চালিয়েছে, তা কোন সভ্য দেশের আচরণ হতে পারে না। রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধে মিয়ানমারের নেত্রী অং সান সুচির ভূমিকারও তীব্র সমালোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু এখন আর মিয়ানমারের কোন অভ্যন্তরীণ বিষয় নয়। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

মাহথির মোহাম্মদ বলেন, 'মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা সত্যিই অগ্রহণযোগ্য। এ বিষয়ে দেশটির নেত্রী সুচির দায়িত্বশীল ভূমিকা রাখার কথা ছিল। তিনি সেনাবাহিনী এবং সরকারি কর্মকর্তাদের সঠিক দিক-নির্দেশনা দিতে পারতেন। কিন্তু তিনি তার কিছুই করেননি। সুচির ভূমিকায় আমি পুরোপুরি হতাশ'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে