বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ১১:৫৯:২২

লাইফ সাপোর্টে অটল বিহারী বাজপেয়ী

 লাইফ সাপোর্টে অটল বিহারী বাজপেয়ী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাকে দেখার জন্য হাসপাতালে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চিকিৎসক আরতি ভিজ সাংবাদিকদের বলেন, গত ৯ সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা সঙ্কটজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই বুধবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজপেয়ীর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। হাসপাতালে প্রায় ৫০ মিনিট মতো সময় কাটান মোদি।

মোদি ছাড়াও বাজপেয়ীকে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, হর্ষ বর্ধন এবং বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। গিয়েছিলেন স্মৃতি ইরানিও। কিডনি, মূত্রাশয় এবং বুকে সংক্রমণের জন্য গত ১১ জুন এইমস-এ ভর্তি হন বাজপেয়ী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে