শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ১০:২২:৫৮

আজ শপথ নেবেন ইমরান খান

আজ শপথ নেবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক তারকা ক্রিকেটার এখন বসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে। ক্রিকেটারদের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করলেন পাকিস্তানের এই তারকা। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আজ সকালে শপথ নেবেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউজে ইমরান খানকে শপথ বাক্য পাঠ করাবেন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে শপথ পাঠ করানোর আয়োজন শুরু হবে। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হবে। এরপরই ইমরান খানকে শপথ পাঠ করাবেন দেশটির প্রেসিডেন্ট।

গতকাল শুক্রবার পার্লামেন্টের জাতীয় পরিষদের ভোটাভুটিতে ১৭৬ ভোট পান ইমরান খান। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রার্থী শাহবাজ শরিফ পান ৯৬ ভোট।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে রাজনৈতিক দল গঠন করেন ইমরান খান। দুই দশকের বেশি সময় পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে