শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ১১:৩০:০৭

যুক্তরাষ্ট্রের ওপর হামলার জন্য সেনা প্রস্তুত করছে চীন: পেন্টাগন

যুক্তরাষ্ট্রের ওপর হামলার জন্য সেনা প্রস্তুত করছে চীন: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলার উদ্দেশ্যে চীনা সেনাবাহিনী সামরিক প্রশিক্ষণ জোরদার করেছে বলেছে অভিযোগ করেছে পেন্টাগন।
বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতরের এক প্রতিবেদনে বলা হয়, চীনের সঙ্গে বাণিজ্যিক টানাপড়েনের কারণে সারাবিশ্বে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে চীন।

আর সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোকে চাপে রাখতে নিজেদের সামরিক প্রশিক্ষণ জোরদার করছে বেইজিং। গেল তিন বছর ধরে সাবমেরিন থেকে চীনের আশপাশে থাকা যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোতে বোমা হামলার উদ্দেশ্যে দেশটির পিপলস লিবারেশন আর্মি প্রশিক্ষণ চালিয়ে আসছে বলেও বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওয়াশিংটন-বেইজিং চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনে দেশ দুটির মধ্যে আলোচনার পরিকল্পনার মধ্যেই এমন প্রতিবেদন প্রকাশ করলো পেন্টাগন। বিশ্বব্যাপী নিজেদের আধিপত্য বিস্তারে ২০১৭ সালে ১৯ হাজার কোটি মার্কিন ডলার সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দেয় চীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে