মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৩:৪৮

অপরিচিত নারীর সঙ্গে বসে খাবার খাওয়ায় গ্রেপ্তার!

অপরিচিত নারীর সঙ্গে বসে খাবার খাওয়ায় গ্রেপ্তার!

আন্তর্জাতিক ডেস্ক: অপরিচিত এবং বোরকা পরা এক সৌদি নারীর সঙ্গে বসে সকালের নাস্তা খাওয়ায় এক মিশরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ। তাদের নাস্তা খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই মিশরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।

টুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিওতে এক ব্যক্তিকে মিশরীয় ভাষায় কথা বলতে শোনা যায়। ওই ব্যক্তি পুরো মুখঢাকা এক নারীর সঙ্গে সকালের নাস্তা করছিলেন। ওই নারী সৌদি আরবের নাগরিক।

সৌদি আরবের আইন অনুযায়ী, কর্মক্ষেত্রে বা রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় একা খেতে আসা ব্যক্তিদের অন্য পরিবারের সদস্যদের থেকে আলাদা বসতে হবে। নারীরা এবং একা খেতে আসা ব্যক্তিরা কখনোই একসঙ্গে বসে খাবার খেতে পারবে না।

সৌদি নারীরা পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া অনেক কাজই করতে পারেন না। এই পুরুষ অভিভাবক সাধারণত বাবা বা স্বামী। বিশেষ পরিস্থিতিতে ভাই বা ছেলেও হতে পারে।

সৌদি শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ‘বেশ কয়েকটি আইন লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে।

‘এক মিশরীয় এক সৌদির সঙ্গে সকালের নাস্তা করছে’ আরবিতে এই হ্যাশট্যাগে ওই ভিডিওটি টুইটারে এক লাখ ১৩ হাজার বার শেয়ার হয়েছে; যা সৌদি আরবকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে।

৩০ সেকেন্ডের ওই ভিডিওতে ওই ব্যক্তি এবং ওই নারীকে খাবার নিয়ে কৌতুক করতে শোনা যায়। সেখানে অন্য আর কেউ ছিল না।

অনেক টুইটার ব্যবহারকারী এ জন্য উভয়ের সমালোচনা করেছেন। আবার অনেকে সৌদি নারীকে বাদ দিয়ে মিশরীয় ব্যক্তিকে গ্রেপ্তার করায় বিস্ময় প্রকাশ করেছেন।সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে