বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪৪:২৬

'এরদোগান ক্রমেই আরও স্বৈরাচারী হয়ে উঠছেন'

  'এরদোগান ক্রমেই আরও স্বৈরাচারী হয়ে উঠছেন'

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ক্রমেই আরও স্বৈরাচারী হয়ে উঠছেন বলে মন্তব্য করেছেন এক অস্ট্রিয় সাংবাদিক। এ ঘটনায় তাকে মঙ্গলবার আটক কর তুর্কি সরকার। স্থানীয় পত্রিকার বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়।

সর্বশেষ জ্যাকবিন ম্যাগাজিনে প্রকাশিত একটি লেখায় 'এরদোগান ক্রমেই আরও স্বৈরাচারী হয়ে উঠছেন' বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে, এরদোগানের প্রতি মিডিয়ার পক্ষপাতিত্ব থেকে বোঝা যাচ্ছে গত নির্বাচন সুষ্ঠু ছিল না এমন মন্তব্যও করেন তিনি ওই প্রতিবেদনে।

ম্যাক্স তুরস্ক বিষয়ে রিভল্ট ও জ্যাকবিনের মতো বামপন্থি ম্যাগাজিনগুলোতে প্রচুর পরিমাণ লেখালেখি করতেন। এগুলোতে অনেক সময়ই এরদোগানের বিভিন্ন সমালোচনা করা হতো।

রিভল্ট ম্যাগাজিনে সর্বপ্রথম টুইটারে ম্যাক্সের গ্রেফতারের খবরটি জানিয়ে লেখে, ম্যাক্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

এদিকে ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে তুরস্কে ডজন কয়েক সাংবাদিককে আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন বিদেশি সাংবাদিক রয়েছেন।

সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে ১৮০ দেশের মধ্যে তুরস্কে অবস্থান ১৫৭।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে