বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮, ১২:২৪:৫০

‘আমি নিজের চোখে দেখেছি, ফাঁসির কাষ্ঠে তাকে এক ঘণ্টা ঝুলিয়ে রাখা হয়’

‘আমি নিজের চোখে দেখেছি, ফাঁসির কাষ্ঠে তাকে এক ঘণ্টা ঝুলিয়ে রাখা হয়’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ছয় বছরের শিশু জয়নাবকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর ডনের।

ছয় বছর বয়সী জয়নাবকে এ বছরের শুরুর দিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ৪ জানুয়ারি কোরআন শিখতে যাওয়ার পথে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় ছোট্ট জয়নাব। ৯ জানুয়ারি একটি আবর্জনার স্তূপ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। হত্যার আগে ধর্ষণ করা শিশুটিকে। তার নিথর মুখে তীব্র যন্ত্রণার ছাপ ছিল।

লাহোরের কোট লাখপাত কেন্দ্রীয় কারাগারে বুধবার ইমরান আলীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জয়নবের বাবা মুহাম্মদ আমিন আনসারি।

এর পর ‘জাস্টিস ফর জয়নাব’ দাবিতে ১০ জানুয়ারি থেকে বিক্ষোভে ফেটে পড়ে সেখানকার মানুষ। ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর জয়নাব’ লিখে প্রতিক্রিয়া জানান জনপ্রিয় চলচ্চিত্র ও ক্রিকেট তারকারাসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।

জয়নাবের বাবা আমিন আনসারি মেয়ের হত্যাকারীর ফাঁসি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি নিজের চোখে তাঁর ভয়ংকর পরিণতি দেখেছি। তাকে ফাঁসির কাষ্ঠে নেয়া হয়। এক ঘণ্টা ধরে ঝুলিয়ে রাখা হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে