বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮, ১২:৪৩:২৯

বাসভবনে তল্লাশির আগেই সৌদির কনসাল জেনারেল উধাও

বাসভবনে তল্লাশির আগেই সৌদির কনসাল জেনারেল উধাও

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তানবুলে নিযুক্ত সৌদি আরবের কনসাল জেনারেল মোহাম্মদ আল-ওতাবির বাসভবনে তল্লাশি চালানোর কয়েক ঘণ্টা আগেই তিনি সৌদির উদ্দেশে তুরস্ক ছেড়েছেন।

তুর্কি গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় মঙ্গলবার মোহাম্মদ আল-ওতাবির বাসভবনে তুর্কি পুলিশের সম্ভাব্য তল্লাশির কয়েক ঘণ্টা আগে রিয়াদগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে তুরস্ক ছাড়েন তিনি।

মোহাম্মদ আল-ওতাবির বাসভবনে তল্লাশি চালানো হবে বলে ঘোষণা দিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। ইতিমধ্যে তার বাসভবনের বাইরে ব্যারিকেড দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সৌদির কনসাল জেনারেলের বাসভবনে মঙ্গলবার তল্লাশি চালানোর কথা থাকলেও এতে বিলম্ব ঘটে।

তুর্কি কর্মকর্তারা জানান, যৌথ অনুসন্ধানের অংশ হিসেবে সৌদি আরবের কর্মকর্তাদের কনসাল জেনারেলের বাসভবনে উপস্থিত থাকার কথা ছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে