মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮, ১১:২৭:১৮

পূরণ হয়নি প্রতিশ্রুতি, তাই চরম সিদ্ধান্ত এই ভোটারদের!

পূরণ হয়নি প্রতিশ্রুতি, তাই চরম সিদ্ধান্ত এই ভোটারদের!

আন্তর্জাতিক ডেস্ক: ভোট চাইতে এসে সবসময় বড় বড় কথা বলে যায় রাজনৈতিক দলের নেতারা। কিন্তু কোনও প্রতিশ্রুতিই রাখা হয়নি। সেই কারণে এবার চরম সিদ্ধান্ত নিল এলাকাবাসী।

পোস্টার লাগিয়ে ঘোষণা করে দিল যে তারা ভোট বয়কট করছে। শুধু তাই নয়, এলাকায় কোনও রাজনৈতিক দলের নেতাদের প্রচারে আসাও বন্ধ করে দিয়েছে এলাকার বাসিন্দারা। প্রচার তো অনেক দূর মহল্লার কাছাকাছিও যেতে পারছে না রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। কারণ এলাকা জুড়ে ছেয়ে রয়েছে প্রতিবাদের পোস্টার।

এই কাহিনী মধ্যপ্রদেশের নিমুচ শহরের বাঘানা এলাকার। এই ক্ষভের আগুন দীর্ঘদিনের। স্থানীয় মতে প্রায় তিন দশকের। একটা বড় এলাকায় জনবসতি গড়ে উঠেলেও দেওয়া হয়নি প্রশাসনিক স্বীকৃতি। বাসিন্দাদের ভোটাধিকার রয়েছে। কিন্তু কলোনির স্বীকৃতি না থাকার কারণে মেলে না নাগরিক পরিষেবা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার বিষয়ে সকলেই অবগত। তবুও কেউ কোনও ব্যবস্থা নেয়নি। প্রতিবার ভোটের সময়ে নেতারা এসে সমস্যার সমাধানের কথা বললেও কাজেদ্র কাজ কিছুই হয়নি। বিজেপি-কংগ্রেস সহ সব রাজনৈতিক দলই কলীনির প্রশাসনিক স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কেউ কথা রাখেনি। ভোটের পর সবাই হাওয়া হয়ে গিয়েছে।

২০১৩ সালের ভোটের সময় খুব বড় গলায় সব সমস্যা সমাধানের কথা বলে গিয়েছিল রাজনৈতিক নেতারা। পাঁচ বছর পরেও অবস্থার এতটুকুও উন্নতি হয়নি। সেই কারণে এলাকাবাসীরা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মুকেশ রাও। সব দাবী পূরণ হওয়া পর্যন্ত এই প্রতিবাদ জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

এলাকার প্রতিটি বাড়ির সামনে কালো পতাকা ঝুলিয়ে রাখা হয়েছে। সেটাও প্রতিবাদেরই একটা চিহ্ন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, “আমাদের এলাকায় কোনও কল নেই। দূর থেকে জল নিয়ে আসতে হয়। এলাকার ড্রেনেজ সিস্টেমও ভালো নয়।” একই সঙ্গে তাঁর আরও প্রশ্ন, “ভোট কেন দেব?”-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে