বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮, ০৬:২২:৫৭

বঙ্গোপসাগরের উপর দিয়ে ৪৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এগিয়ে আসছে ঝড়!

বঙ্গোপসাগরের উপর দিয়ে ৪৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এগিয়ে আসছে ঝড়!

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরের উপর দিয়ে ৪৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এগিয়ে আসছে ঝড়! কাউন্টডাউন শুরু! বিকেল কিংবা সন্ধ্যাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গাজা। ঝড় আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ কিমি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ইতিমধ্যে তামিনাড়ুর বিস্তির্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সঙ্গে চলছে ঝড়ো হাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে যত উপকূলের কাছাকাছি চলে আসবে এই ঝড় তত বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ বাড়বে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরের উপর দিয়ে ৪৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এগিয়ে আসছে এই ঝড়। সতর্কবার্তা জারি করেছে ভারতীয় নৌসেনাও। উপকূলবর্তী অঞ্চলের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। এলাকার স্কুল-কলেজও বন্ধ থাকবে এদিন। 

নৌসেনার তরফে ‘রণবীর’ ও ‘খঞ্জর’ নামের দুটি জাহাজ প্রস্তুত থাকছে যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য। ওই দুই জাহাজে ডুবুরি, চিকিৎসকও রাখা হচ্ছে। আপৎকালীন পরিস্থিতিতেই এই নৌকাতেই মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হবে।-কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে