শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮, ০৯:৫১:৫০

ঘুর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৬ জেলা

 ঘুর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৬ জেলা

আন্তর্জাতিক ডেস্ক: ঘুর্ণিঝড় গাজায় লণ্ডভণ্ড তামিলনাড়ুর ৬ জেলা। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা থেকে আড়াইটের মধ্যে গাজা এসে পড়ে নাগাপট্টিনম ও বেদানিয়ামে। ঝড়ের গতি ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। শুরু হয়েছে প্রবল বৃষ্টি।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে উপকূলবর্তি তামিলনাড়ু পার করে ক্রমশ দুর্বল হয়ে যাবে গাজা। এর প্রভাবে আগামী ৬ ঘণ্টা ঝোড়ো হাওয়া হবই তামিলনাড়ু ও অন্ধ্রে।

দিল্লির হাওয়া অফিস তরফে শুক্রবার ভোর ৩টে ১৫ মিনিটের একটি বুলেটিনে জানানো হয়েছে, গাজার কেন্দ্রস্থলটি তামিলনাড়ুর স্থলভাগে এসে পড়লেও তার অন্য অংশটি এখনও রয়েছে সমুদ্রেই। তামিলনাড়ুর উপকূল পার করতে আরও ঘণ্টা দুয়েক সময় নেবে গাজা।

এদিকে বিপর্যয় মোকাবিলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের ৪টি ইউনিট কাজ করছে। পাশাপাশি রাজ্যের ৯ হাজার উদ্ধারকারী কাজ করে চলেছেন। তৈরি রাখা হয়েছে নৌসেনার দুটি জাহাজ ও কপ্টার।

গাজার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বেশকিছু ট্রেন বাতিল করেছে রেল। চেন্নাই থেকে নাগাপট্টিনম, থিরুভারুর ও তাঞ্জাভুর পর্যন্ত ৩টি ট্রেন বাতিল হয়েছে। বাতিল করা হয়েছে চেন্নাই থেকে দক্ষিণমুখী ৪টি ট্রেন। 
সূত্র: জিনিউজ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে