শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ০৭:৩৪:৩১

“একদিন দিল্লির লালকেল্লাতেও ইসলামের সবুজ পতাকা ওড়াব, ইনশাল্লা”

“একদিন দিল্লির লালকেল্লাতেও ইসলামের সবুজ পতাকা ওড়াব, ইনশাল্লা”

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় রাজনীতিতে দীর্ঘদিন দিন দাপট দেখালেও লালকেল্লায় লাল পতাকা ওড়াতে পারেনি বামেরা। অদূর বা সুদূর ভবিষ্যতেও সেই সম্ভাবনার কথা দেখা যায় না।

কিন্তু ভারতের রাজধানী শহর দিল্লির লালকেল্লায় ইসলামি সবুজ পতাকা ওড়ানোর হুমকি দিলেন আলি মহম্মদ খান।

উল্লিখিত ব্যক্তি আলি মহম্মদ খান পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। সম্প্রতি কাশ্মীর নিয়ে শাহিদ আফ্রিদির করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন পাক মন্ত্রী আলি মহম্মদ খান।

আন্তর্জাতিক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি কিছুদিন আগে বলেছিলেন পাক প্রশাসনের নিজেদের চারটি প্রদেশ সামাল দেওয়ার ক্ষমতা নেই। ফের কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যুক্ত হলে ইসলামাবাদের চাপ বাড়বে। এই অবস্থায় কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি তুলেছিলেন পাক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি।

এই বিষয়ে পাক মন্ত্রী আলি মহম্মদ খান বলেছেন, “সমগ্র কাশ্মীর পাকিস্তানের। কারণ ভারত-পাক খেলার সময় কাশ্মীরের সকলে পাকিস্তানকে সমর্থন করে।” পাকিস্তানের চার প্রদেশ এবং কাশ্মীর খুব ভালো করেই ইসলামাবাদ শাসন করতে পারবে বলে দাবি করেছেন আলি মহম্মদ খান। একই সঙ্গে তিনি বলেছেন, “একদিন দিল্লির লালকেল্লাতেও আমাওরা ইসলামের সবুজ পতাকা ওড়াব। ইনশাল্লা।”

শুধু ভারতের লালকেল্লা দখল করেই ক্ষান্ত থাকতে নারাজ পাক মন্ত্রী। সমগ্র বিশ্বে পাকিস্তানের শাসন প্রতিষ্ঠা করার স্বপ্নও তিনি দেখছেন। আলি মহম্মদ খান বলেছেন, “একদিন ক্ষমতাবলে আমেরিকাকেও ছাড়িয়ে যাবে পাকিস্তান। তখন সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণ ক্ষমতা পাকিস্তানের হাতে থাকবে।”-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে