সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮, ০১:২৪:১২

সৌদির আকাশে ১৮ হাজার ফুট উপরে পাইলটের ইসলাম ধর্ম গ্রহণ

সৌদির আকাশে ১৮ হাজার ফুট উপরে পাইলটের ইসলাম ধর্ম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলিয়ান ওই পাইলট কোন বিমান চালাচ্ছিলেন তা জানা যায়নি। সংবাদমাধ্যমটি আরো জানায়, সেসময় বিমানটি ভূমি থেকে ১৮ হাজার ফুট উপরে ছিল।

বিভিন্ন সময়েই বিভিন্ন ধর্মের অনুসারীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তবে এক ব্রাজিলিয়ান পাইলট ইসলাম ধর্ম গ্রহণ করে আরব বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছেন।

অ্যামালো নামের ওই পাইলট সৌদি আরবের ওপর দিয়ে একটি যাত্রীবাহী বিমান চালিয়ে যাওয়ার সময় ইসলাম ধর্মে দীক্ষিত হন। সেই মূহুর্তটি ভিডিও করেন তার সহকারী পাইলট। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ আলোচনার জন্ম দেয়।

সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম রাশিয়া টুডে (আরটি) জানায়, তালুকা যাবার পথে বিমানটি সৌদি আরবের উপর থাকাকালে অ্যামালো কালিমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেন। এ সময় তাকে স্বাগত জানান সহকারী পাইলট। জানা গেছে অ্যামালোর সহকারী ওই পাইলট একজন মুসলিম ছিলেন। ইসলাম গ্রহণের সময় তিনিই বিমানের নিয়ন্ত্রণ করছিলেন।

তবে ব্রাজিলিয়ান ওই পাইলট কোন বিমান চালাচ্ছিলেন তা জানা যায়নি। সংবাদমাধ্যমটি আরো জানায়, সেসময় বিমানটি ভূমি থেকে ১৮ হাজার ফুট উপরে ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে