মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ১০:০৯:৩৬

এবার মুসলমানদের প্রবেশ বন্ধ করতে বললেন ট্রাম্প

এবার মুসলমানদের প্রবেশ বন্ধ করতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ক’দিন আগে যুক্তরাষ্ট্রে মসজিদ বন্ধের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন রিপাবলিকান দলের আলোচিত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি মুসলমানদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এক মুসলিম দম্পতির হামলায় ১৪ জন নিহত হওয়ার পর তিনি এই দাবি জানালেন। তবে তার এ বক্তব্যের কড়া সমালোচনা করেছে হোটাইট হাউস। সোমবার সাউথ ক্যারলিনায় এক নির্বাচনী প্রচারনায় বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন,‘যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধিরা নির্ণয় করতে না পারেন যে আসলে কি ঘটছে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ করে রাখা উচিত’। তিনি আরো বলেন, আমেরিকানদের প্রতি মুসলমানদের ‘ঘৃণা’ পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে। তার এ বক্তব্যে উচ্ছ্বাসে ফেটে পড়ে তার সমর্থকরা। ট্রাম্পের এ বক্তব্যকে ‘অ-মার্কিনসুলভ’ বলে উল্লেখ করে হোয়াইট হাউজ বলেছে, তার এ দাবি মার্কিন মূল্যবোধ ও জাতীয় নিরাপত্তা স্বার্থের পরিপন্থী। তার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ছেলে এবং সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশও। তিনি ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘বিকৃত মস্তিষ্ক’ মানুষ বলে উল্লেখ করেছেন। রিপাবলিকান দলে অন্য প্রেসিডেন্ট পদপ্রত্যাশী সিনেটর লিন্ডসে গ্র্যাহাম সকল প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক সকলকে ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতির কড়া সমালোচনা করার আহ্বান জানিয়েছেন। ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে