মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০১:৩০:৪২

সোয়াইন ফ্লুতে ইরানে নিহত ৩৩

সোয়াইন ফ্লুতে ইরানে নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে গত তিন সপ্তাহে অন্ততপক্ষে ৩৩ জন মৃত্যুবরণ করেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলি-আকবর সায়ারি জানিয়েছেন, কেরমান প্রদেশে ২৮ জন এবং সিস্তান-বেলুচিস্তানে পাঁচজন মারা গেছেন। তিনি সতর্ক করে বলেন, সোয়াইন ফ্লু দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। এমন কী রাজধানী তেহরানেও। ২০০৯ সালে প্রথম মেক্সিকোতে সোয়াইন ফ্লু ধরা পড়ে। এরপর দ্রুত এর ভাইরাস বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইরানের ইসনা সংবাদ মাধ্যম জানিয়েছে, কেরমান প্রদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ৬০০ ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এইচ১এন১ নামের ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়। এতে আক্রান্ত হলে মানুষের শরীরে জ্বর, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাস কষ্ঠ, ক্ষুধামন্দা, আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া ইত্যাদি উপগর্স দেখা দেয়। ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে