শুক্রবার, ০৭ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৪:২৩

শাস্তি হিসেবে স্কুলছাত্রীকে ব্যাগ কাঁধে নিয়ে ৮ কি.মি. হাঁটানোর ভিডিও ভাইরাল!

শাস্তি হিসেবে স্কুলছাত্রীকে ব্যাগ কাঁধে নিয়ে ৮ কি.মি. হাঁটানোর ভিডিও ভাইরাল!

আন্তর্জাতিক ডেস্ক:  বাসে সহপাঠীকে পেটানোর অভিযোগে বাবার হাতে কঠিন শাস্তির মুখে পড়তে হলো স্কুল শিক্ষার্থীকে। ব্যাগ কাঁধে নিয়ে ৮ কিলোমিটার হেঁটে বাসায় যেতে হয়েছে দশ বছরের শিশুকে। সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, যুক্তরাষ্ট্রের ওহিয়োর বাসিন্দা ম্যাট কক্সের শিশু কন্যা স্কুলে যাওয়ার সময় স্কুলবাসের মধ্যে সহপাঠীকে মারপিট করে। এ ঘটনার শাস্তি হিসেবে তাকে বহিষ্কার করে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ডাকা হয় তার বাবাকে।

ম্যাট ফক্স গাড়ি নিয়ে স্কুলে যান মেয়েকে বাসায় নিতে। কিন্তু গিয়ে জানতে পারেন তার মেয়ে সত্যিই অন্যায় করেছে। তাই মেয়েকে শাস্তি দিতে চান বাবা। ১০ বছরের শিশুকে গাড়িতে না তুলে রাস্তা ধরে হাঁটতে বলেন।

প্রায় ৮ কিলোমিটার পথ হাঁটিয়ে মেয়েকে বাসায় নেন কক্স। মেয়ের হাঁটার দৃশ্য পেছন থেকে ভিডিও করেন বাবা। সেই দৃশ্য আবার নিজেই ফেসবুকে প্রকাশ করেন। ফেসবুকে ভিডিও প্রকাশের পরপরই তা ভাইরাল হয়। হাজার হাজার মানুষ সেখানে কমেন্ট করছে।

ম্যাট জানিয়েছেন, ২ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় ৮ কিলোমিটার হেঁটে বাড়ি ফেরে তার মেয়ে।

মেয়ের হাঁটার দৃশ্য ফেসবুকে পোস্ট করে কক্স লিখেছেন, ‘এই সুন্দর বালিকা আমার ১০ বছরের মেয়ে। সে দ্বিতীয়বার তার সহপাঠীকে মেরেছে। সেজন্য তাকে স্কুলের বাস থেকে নামিয়ে দেয়া হয়েছে। আমি একটা জিনিস ওকে পরিষ্কার ভাবে বলতে চাই, আমি অন্যকে আঘাত করা সহ্য করব না।’

গত ৫ তারিখে ভিডিওটি পোস্ট হবার পর এ পর্যন্ত প্রায় ১ কোটি ৯০ লাখ ভিউ হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে ৩ লাখ ৮০ হাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে