বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৬:০২

‘তুরস্কের মধ্যদিয়ে আইএস তেল পাচার করছে’

 ‘তুরস্কের মধ্যদিয়ে আইএস তেল পাচার করছে’

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি তুরস্কে রুশ বিমান ভূপতিত করার পর রশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ বলেছিল তুরস্ক সাথে আইএসের তেল বানিজ্য সম্পর্ক রয়েছে। এবার তুরস্কের সাথে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সঙ্গে তেল বাণ্যিজ্যের সম্পর্কের কথা তুলে ধরলেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। প্রধানমন্ত্রী বলেছেন, তুরস্কের মধ্যদিয়েই বেশিরভাগ তেল পাচার করে থাকে আইএস এবং এ কাজে তুরস্কের প্রধানমন্ত্রী আইএস বা দায়েশকে বহুদিন ধরে সাহায্য করে আসছে। রাজধানী বাগদাদে গতকাল (সোমবার) জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ারের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন এবাদি। বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের তেল পাচার বন্ধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি সেনা মোতায়েন নিয়ে যখন বাগদাদ-আংকারা সম্পর্কে মারাত্মক টানাপড়েন চলছে তখন হায়দার আল-এবাদি এ অভিযোগ করলেন। এর আগে, রাশিয়া ও ইরান তুরস্কের বিরুদ্ধে একই অভিযোগ করেছে। সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশকে তুরস্কের প্রশাসন সব ধরনের সাহায্য করে থাকে এবং সিরিয়া ও রাশিয়ার তুরস্কের সাথে আএইসের তেল বানিজ্য সম্পর্কের বিষয় বার বার জোর দিয়ে বলা হয়েছে। সেই তুরস্ক এখন বলছে, দায়েশের বিরুদ্ধে কুর্দি পেশমার্গা যোদ্ধাদের লড়াইয়ের প্রশিক্ষণ দেয়ার জন্য ইরাকের মসুল শহরের উপকণ্ঠে সেনা পাঠানো হয়েছে। তবে ইরাক প্রশ্ন তুলেছে, প্রশিক্ষণ কর্মসূচি হলে সেখানে কেন ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ৯, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে