মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ০২:০৪:৩৬

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উরিজিত প্যাটেল। সোমবার তিনি পদ থেকে সরে দাঁড়ান। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

 এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্যাটেল জানান, বর্তমান পদ থেকে সরে দাঁড়াতে চান তিনি। এত বছর ধরে রিজার্ভ ব্যাংকের বিভিন্ন পদে কাজ করতে পেরে তিনি সম্মানিত বলেও বিবৃতিতে উল্লেখ করেন প্যাটেল। কিন্তু তিনি পদত্যাগের আর কোনও কারণ দেখান নি।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে রিজার্ভ ব্যাংকের ২৪তম গভর্নর মনোনীত হন প্যাটেল । তাঁর মেয়াদ ছিল তিন বছর। নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করায় পদ থেকে সরতে হয় প্যাটেলের পূর্বসূরি রঘুরাম রাজনকে। সরকারের সঙ্গে দ্বন্দ্বের জেরে দ্বিতীয় মেয়াদে গভর্নর হতে চান বলে আগাম জানিয়ে দিয়েছিলেন রাজন।

উল্লেখ্য মঙ্গলবার ভারতের পাঁচটি রাজ্যের নির্বাচনী ফলাফল প্রকাশ হবে, যার প্রেক্ষিতে বুথ ফেরত সমীক্ষার রিপোর্টের ফলে ইতিমধ্যেই অস্বস্তিতে বিজেপি সরকার। এই সময় প্যাটেলের পদত্যাগ সরকারের জন্য নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে