শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৬:৪০

‘আমার কোনো অপরাধ নেই, সব দোষ উকিলের’

‘আমার কোনো অপরাধ নেই, সব দোষ উকিলের’

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের একটি ফেডারেল আদালত গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছরের জন্য কারাবাসের নির্দেশ দিয়েছে। কোহেন আদালতকে জানিয়েছিলেন, ট্রাম্পের নোংরা কাজ ঢাকতেই তাকে মিথ্যা বলতে হয়েছে। 

রায়ের খবর শোনার ২৪ ঘণ্টা পর ট্রাম্প টিভি চ্যানেল ফক্সনিউজে লম্বা সাক্ষাৎকার দিয়ে ‘সব দোষ উকিলকে দিয়ে’ বলেন, ‘আমার কোনো অপরাধ নেই। আমি কোহেনকে কোনো অপরাধ করতে বলিনি। সে আমার আইনজীবী। কী করতে হয় বা না-হয়, তা তার জানার কথা। এ জন্যই তো তাকে আমি কাঁড়ি কাঁড়ি অর্থ দিয়েছি। যদি বেআইনি কিছু হয়েই থাকে, তো তার জন্য ফৌজদারি মামলা নয়, বড়জোর দেওয়ানি মামলা হতে পারে।’ 

ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি কখনোই তার সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে নিয়ম ভাঙার পথে পরিচালিত করেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে