শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ১০:৩২:০৫

ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে ১০ জনের মৃত্যু

ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের একটি মন্দিরের প্রসাদ খেয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬০ জনের বেশি মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার রাজ্যের চামারাজানগর জেলার হানসুর তালুকের সুলওয়াদির মারাম্মা মন্দিরের প্রসাদ খাওয়ার পর ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। খবর দ্য হিন্দুর।

মন্দিরে উপস্থিত স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, মানুষের ভিড় বেশি হওয়ায় প্রসাদ শেষ হয়ে যায় নাহলে আক্রান্ত ব্যক্তির সংখ্যা আরও বেশি হতো।

ধারণা করা হচ্ছে, খাদ্যের বিষক্রিয়ার কারণে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। জেলা কর্তৃপক্ষ ১০ জনের মৃত্যু খবর নিশ্চিত করেছে। তবে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তাদের ধারণা।

চামারাজানগরের এসপি ধর্মেন্দ্র কুমার মীনা বলেছেন, ৬৮ জনকে মাইসুরু ও চামারাজানগর জেলার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তামিলনাড়ুর ওম শক্তি মন্দিরে যাওয়ার আগে কিছু রীতিতে অংশ নিতে এসব ভক্ত মারাম্মা মন্দিরে গিয়েছিলেন।

জানা গেছে, দুপুরের দিকে তাদেরকে ভাতের তৈরি ‘প্রসাদ’ দেয়ার পর তা খেয়ে কয়েকজন তাৎক্ষণিক বমি করতে থাকে। তবে অল্প সময়ের মধ্যেই প্রসাদ খাওয়া সব ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে।

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানিয়েছেন, এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং দুজনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার খরচ বহনের ঘোষণাও দিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে