শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫৭:০৩

স্কুলে কুরআন শিক্ষায় বরাদ্দ ২৪ বিলিয়ন পাউন্ড

স্কুলে কুরআন শিক্ষায় বরাদ্দ ২৪ বিলিয়ন পাউন্ড

আন্তর্জাতিক ডেস্ক: জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থায় পরিচালিত দেশ সুদান। দেশটির কুরআনি স্কুলসমূহে ২৪ বিলিয়ন পাউন্ড সহায়তা করবে জাকাত কোর্ট (প্রশাসন)।

সুদানের জাকাত কোর্টের (প্রশাসন) মহাসচিব মুহাম্মদ আব্দুর রাজ্জাক মোখতার বলেন, ‘বর্তমানে কুরআনিক স্কুলসমূহে ৩ লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। তাদের খাদ্যদ্রব্য সরবরাহ ও শিক্ষা ব্যয় নির্বাহে এ অর্থ বরাদ্দ দেবে জাকাত বোর্ড।

আফ্রিকার দেশ সুদানের জাকাত কোর্ট ঘোষণা করে যে, কৃষি নির্ভর এলাকায় অবস্থিত কুরআনিক স্কুলগুলোর জন্য কৃষি সরঞ্জাম এবং সহায়তা প্রদানের জন্যও চেষ্টা করা হবে।

যাতে এ সব স্কুলের কর্তৃপক্ষরা নিজস্ব তত্ত্বাবধানে শিশুদের খাদ্য চাহিদা পূরণ করতে পারে।

সুদানের জাকাত কোর্ট (প্রশাসনের) উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে