মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০১৫, ০৭:৩৫:৫০

ভারতে বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

ভারতে বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত সাতদিনের বন্যায় শতাধিক মানুষ মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গেই মারা গেছে ৬৯ জন। বাজ পড়ে, জলের তোড়ে ভেসে, সাপের কামড়ে, দেয়াল চাপা পড়ে এবং বিদ্যুতের ছেড়া তাড়ে জল বিদ্যুতায়িত হওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব মৃত্যু ঘটেছে বলে জানা যাচ্ছে। খবর বিবিসি।

বিপর্যয় মোকাবেলা দপ্তরের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের উনিশটি জেলার মধ্যে বারোটিই বন্যা কবলিত হয়ে পড়েছে। তবে বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমান-সহ সাতটি জেলার অবস্থা সবচাইতে খারাপ।

রাজ্যের মোট একান্ন লাখ মানুষ এখন বন্যা কবলিত রয়েছে।এদের মধ্যে তিন লক্ষ মানুষ দুই হাজারের মতো আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। বহু স্থান থেকে বন্যা কবলিতরা ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। বর্ধমানে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে