সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৫:৩৫

সাবধান, বাতাসে বিষ!

সাবধান, বাতাসে বিষ!

আন্তর্জাতিক ডেস্ক : বাতাস ছাড়া মানুষ এক মুহুর্তও বাঁচতে পারে না। কিন্তু সেই বাতাসে যদি থাকে বিষ! তা হলে কি আমরা বিষাক্ত বাতাস গ্রহণ করছি? শুনতে আজগুবি মনে হলেও এমন দাবি করেছেন বিশেষজ্ঞরা। তাই বুঝি কবি ভাস্কর চক্রবর্তী বলেছিলেন, ‘রক্তে বিষ মিশে আছে প্রিয়তমা’।

গত এক সপ্তাহে গৃহিত বাতাসের নমুনা পরীক্ষার করে বলেছেন, প্রতিদিন বিপুল পরিমাণ বিষাক্ত পদার্থ নিঃশ্বাসের সঙ্গে নির্বিচারে গ্রহণ করতে বাধ্য হচ্ছে মানুষ।

কলকাতার সাম্প্রতিক একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ২০১০ থেকে ২০১৩-এই ৪ বছরে কলকাতা শহরে বাতাসের দূষণ-মাত্রা ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার দূষণ কেবল মাত্র বাতাসে নয়, এই মুহূর্তে মহানগর বহুমাত্রিক দূষণের খপ্পরে। শহরের বাতাসে নিহিত ‘পার্টিকুলেট ম্যাটার’-এর অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে গত ৫ বছরে। নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাত্রা প্রায় দ্বিগুণ হয়েছে।

গত এক সপ্তাহে গৃহিত বাতাসের নমুনা থেকে বোঝা গিয়েছে, প্রতিদিন বিপুল পরিমাণ বিষাক্ত পদার্থ নিঃশ্বাসের সঙ্গে নির্বিচারে গ্রহণ করতে বাধ্য হচ্ছেন কলকাতার মানুষ।

সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডি-এর তরফে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রক পর্ষদের তথ্যগুলিকেও খতিয়ে দেখা হয়েছে। এ থেকে জানা যাচ্ছে, রাজ্যের অন্যান্য শহরেও দূষণের মাত্রা তীব্র। প্রতিটি শহরেই নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাত্রা অত্যন্ত বেশি।
০১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে