সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:২৩:১৫

বোমাতঙ্কে কাঁপছে শহর, খালি করা হল ১০টি স্কুল

বোমাতঙ্কে কাঁপছে শহর, খালি করা হল ১০টি স্কুল

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি হামলার ভয়ে সারা দুনিয়ার ঘুম হারাম। আজ এক দেশে বোমা ফাঁটছে তো কাল আরেক দেশে সন্ত্রাসী হামলা। সম্প্রতি বেশ কয়েকটি দেশে সিরিজ বোমা ও বন্দুক হামলা করেছে সন্ত্রাসী গোষ্ঠীরা। তাদের হামলা থেকে বাদ যায়নি মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোও।

এরই মধ্যে বোমাতঙ্কে কাঁপছে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি। শহরটিতে সোমাবার সকালে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর পরই খালি করে দেওয়া হয় অন্তত ১০টি স্কুল। পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে, চলছে তল্লাশিও।

বোমা রাখা আছে বলে সকালে ফোন আসে সিডনির একাধিক স্কুলে। সঙ্গে সঙ্গে স্কুলগুলির পক্ষ থেকে ফোন করা হয় পুলিশকে।

পুলিশ জানিয়েছে, প্রথমে একটি স্কুল থেকে ফোন আসে। তার ঠিক পর পরই আসতে থাকে এমন একাধিক ফোন। তার জেরেই বন্ধ করে দেওয়া হয় স্কুলগুলি। ছাত্র-ছাত্রীদের পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িতে। নিউ সাউথ ওয়েলশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ১০টি স্কুলে তল্লাশি জারি রয়েছে।
০১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে