সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৫:৩০

পরীক্ষা ছাড়াই বহরে ৫০০ জঙ্গিবিমান

পরীক্ষা ছাড়াই বহরে ৫০০ জঙ্গিবিমান

আন্তর্জাতিক ডেস্ক : কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মার্কিন বহরে যোগ হচ্ছে লকহিড মার্টিন কোম্পানির তৈরি আরো ৫০০ এফ-৩৫ জঙ্গিবিমান। যুদ্ধক্ষেত্রে এসব বিমান ঠিকমতো কাজ করবে কিনা তা যাচাই করে নি মার্কিন কর্তৃপক্ষ। পেন্টাগনের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

এ প্রসঙ্গ ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, পেন্টাগন এখন থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর ৯২টি এফ-৩৫ জঙ্গিবিমান কিনবে। গত বছর বিমান কেনার সংখ্যা ছিল ৩৮। এখন পেন্টাগনের পক্ষ থেকে জঙ্গিবিমান কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে যাচ্ছে।

পেন্টাগনের শীর্ষ পর্যায়ের অস্ত্র পরীক্ষাকারী কর্মকর্তা মাইকেল গিলমোর জানিয়েছেন, এসব বিমানকে পুরোপুরি সক্ষম করে তোলার জন্য আরো অনেক আধুনিকায়নের কাজ বাকি রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ ২,৪৪৩টি এফ-৩৫ বিমান কেনার পরিকল্পনা করেছে। এছাড়া, আরো কয়েকশ বিমান ব্রিটেন, ইতালি, অস্ট্রেলিয়া ও জাপানের কাছে বিক্রি করা হবে। তবে, এ বিমানের সফটওয়ারের পরীক্ষা-নিরীক্ষা ২০১৮ সালের জানুয়ারি মাসের আগে শেষ হবে না। চলতি ২০১৬ সালের জানুয়ারি মাসে এসব পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

এফ-৩৫ জঙ্গিবিমানে এরইমধ্যে বেশকিছু ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি ব্যবস্থার অসম্পূর্ণতা, বিমানের ডানায় ফাটল, ত্রুটিপূর্ণ ডায়াগনস্টিক সিস্টেম এবং বিপদকালে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাইলটের বের হওয়ার ব্যবস্থা উল্লেখযোগ্য।
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে