বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৪:৫৪

মৌসুমী-ওমর সানির ‘ভালোবাসার বিশ বছর’

মৌসুমী-ওমর সানির ‘ভালোবাসার বিশ বছর’

বিনোদন ডেস্ক: দেখতে দেখতে সংসার জীবনের বিশটি বছর পার করে দিতে যাচ্ছেন দর্শকপ্রিয় সফল অভিনয় দম্পতি মৌসুমী-ওমর সানি। সুখে-দুঃখে, ভালবেসে একসঙ্গে কাটিয়ে দেয়া বিশ বছরের গল্পকে কেন্দ্র করেই নির্মিত হতেচলেছে বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসার বিশ বছর’। এর গল্পটি রচনা করেছেন গোলাম রাব্বানী এবং নির্মাণ করছেন ইউসুফ চৌধুরী। গত ৬ই মে চিত্রনায়ক ওমর সানীর জন্মদিনে রাজধানীর বাংলামোটরের প্রিয়াংকা শুটিং হাউজে টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে। আসছে ঈদে প্রচারের অপেক্ষায় থাকা টেলিফিল্মটির একটি ট্রেলার সম্প্রতি অনলাইনে প্রকাশ করা হয়েছে।

টেলিফিল্মটি সম্পর্কে ওমর সানী বলেন, নিজেদের জীবনের গল্প নিয়ে এমন একটি টেলিফিল্মে কাজ করতে পারার সুখ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। ধন্যবাদ গোলাম রাব্বানীকে চমৎকারভাবে নাট্যরূপ দেয়ার জন্য। আমার সহধর্মিণী মৌসুমীর সহযোগিতা না থাকলে ‘ভালোবাসার বিশ বছর’ নির্মাণ সম্ভব হয়ে উঠতো না। ঈদুল আযহার পঞ্চম দিন বেলা ২টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে  ‘ভালোবাসার বিশ বছর’ টেলিফিল্মটি।

প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, আল্লাহর অশেষ রহমতে আমরা সুখে-দুঃখে একসঙ্গে প্রায় বিশটি বছর পার করেছি। আমাদের দু’ সন্তান ফারদিন এবং ফাইজাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি। নিজেদের জীবনের কিছুটা গল্প দর্শকদের জন্য তুলে ধরার চেষ্টা করছি ‘ভালোবাসার বিশ বছর’-এ। আশাকরি ভাল লাগবে দর্শকদের। আজ টেলিফিল্মটির কাজ শেষ হবে। আসছে ঈদে চ্যানেল আইয়ে বিশেষ এই টেলিফিল্মটি প্রচার হবে।

ওমর সানী-মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্র ছিল ‘দোলা’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এরপর একই জুটি অভিনীত বহু সিনেমা দর্শক হৃদয়ে দাগ কাটে। তার পর থেকেই এই জুটির প্রেমের সুচনা এবং ধীরে ধীরে এই প্রেম গড়ায় বিয়েতে। আর তখনি প্রিয়দর্শিনী মৌসুমীকে ভালবেসে চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন ১৯৯৬ সালের ২রা আগস্ট। দেখতে দেখতে সংসার জীবনের বিশ বছরে পা দিতে যাচ্ছেন দর্শকপ্রিয় এই সফল দম্পতি।

তাদের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে শাহীন সুমনের ‘সাহেব নামের গোলাম’। এটি ২০০৯ সালে মুক্তি পায়। সাত বছর পর আবার তারা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বেলাল আহমেদের নির্দেশনায় ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রে। এটি সম্প্রতি সেন্সর সনদপত্র লাভ করেছে।
০৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে