বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০১:৪১

শিক্ষক হৃতিকের প্রশংসায় সোনম কাপুর

শিক্ষক হৃতিকের প্রশংসায় সোনম কাপুর

বিনোদন ডেস্ক: বলিউড সুপার হিরো হৃতিক রোশন অনেক কিছু জানেন৷ তার নানা বিষয়ের জ্ঞান বলিউডের দর্শকদের অনেককেই আকৃষ্ট করে৷ ইন্ডাস্ট্রির অনেকে জানেনও ব্যাপারটা৷ ফিল্ম মেকিংয়ের অনেক ব্যাপারেই তার অল্পবিস্তর জ্ঞান আছে৷ ক্যামেরা, এডিটিং, সাউন্ড ইত্যাদি ইত্যাদি৷ কিন্তু কেউ প্রশ্ন তুলতেই পারেন, অমন একটা ফিল্মি পরিবারে জন্মালে এগুলো না জেনে উপায় কি!

কিন্তু বাস্তবটা হচ্ছে ফিল্মি পরিবারে জন্মে ফিল্ম মেকিংয়ের নানা বিভাগ নিয়ে জানার সুযোগ থাকলেও অনেকেরই শেখার উত্‍সাহ থাকে না৷ কিন্তু হৃতিকের উৎসাহের শেষ নেই৷ অনেকেই হয়তো জানেন না, দ্যুম করে নায়ক হয়ে ছবিতে নিজের আবির্ভাব কিন্তু ঘটাতে চাননি হৃতিক৷ নায়ক হওয়ার আগে বেশ কয়েক বছর হোম প্রোডাকশনের ইউনিটে টেকনিশিয়ানদের পিছনে দাঁড়িয়ে কাজ শিখেছেন তিনি৷ আর তিনি নিজেও থাকেন অনেক কিছুর মধ্যে৷ তিনি বই পড়েন, ধ্যান করেন, নাচ চর্চা করেন৷ এগুলোর সঙ্গে ফিল্মের সম্পর্ক প্রায় নেই৷ নিজের জন্য করেন৷ আর কখনও সখনও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করেন ব্যাপারগুলো৷

ফ্লোরেই নায়িকাকে নাচ শেখালেন নায়ক৷ চমত্‍কার শিখেও ফেললেন নায়িকা৷ হইহই করে শ্যুট হল৷ এ ভাবেই সম্প্রতি সোনম কাপুরকে কিঞ্চিত্‍ নাচ শিখিয়েছেন হৃতিক৷ ব্যাপারটা সম্পর্কে আলোচনা করা যাক৷ 'আশিকি'-র 'ধীরে ধীরে সে' গানটার রিমেকে-র কাজ করছেন সোনম আর হৃতিক৷ এই রিমেকের খবরটা অবশ্য অনেকেই জানেন৷ এই শ্যুটের সময়েই ফাঁকে ফাঁকে অনেকটা সময় একসঙ্গে কাটানোর সুযোগ পেয়েছেন হৃতিক আর সোনম৷ সেখানেই নাচ সম্পর্কে নিজের অনুরাগের কথা হৃতিককে জানান সোনম৷ ব্যস আর যায় কোথায়৷ এমন এক ছাত্রী পেয়ে হৃতিক তো মহা খুশি৷ তাকে ট্যাঙ্গো শেখাতে শুরু করে দিলেন৷

হৃতিকের শেখানোর পদ্ধতিটা হয়ত সত্যিই ভালো৷ তাই খানিক দেখানোর পরই ট্যাঙ্গোর বেসিক স্টেপগুলো করতে পেরেছেন সোনম৷ একটা ছন্দ এসে পড়ার পরই শ্যুট শুরু হল নতুন করে৷ দু'জনের ট্যাঙ্গো স্টেপ তুলে রাখা হল ক্যামেরায়৷ ইউনিটের সক্কলে দারুন খুশি৷ অনেকেই সিটি দিলেন৷ বাহ বাহ করলেন৷ শিক্ষক হৃতিকের প্রশংসাও করলেন অনেকে৷ ট্যাঙ্গো নাচতে থাকা সোনমকে মজা করে অনেকে ডাকলেন, 'ট্যাঙ্গোওয়ালি', সেই বাসন্তী টাঙ্গেওয়ালি-র মতো৷ হানি সিংয়ের গাওয়া, আহমেদ খানের কোরিওগ্রাফ করা গানটাও কিন্তু খুব ক্যাচি৷ এই প্রসঙ্গে বলে রাখা দরকার, ভূষণ কুমারের প্রয়াত পিতা গুলশন কুমারের বাবার স্মৃতিতে উত্‍সর্গ করা হয়েছে গানটি৷
০৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে