শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ১০:৩১:২১

‘বাংলাই জানেন না বাংলার বহু অভিনেতা’

‘বাংলাই জানেন না বাংলার বহু অভিনেতা’

বিনোদন ডেস্ক : বাংলার অনেক অভিনেতা ভালো করে বাংলাই জানেন না বলে আক্ষেপ করেছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ‘সংবাদ প্রতিদিন’-এর উদ্যোগে ‘নন্দন ১’ প্রেক্ষাগৃহে ‘গদ্যসংগ্রহ’র দু’টি খণ্ড প্রকাশ উপলক্ষে অকপটে নিজেকে উন্মোচন করলেন তিনি।

একথা শুনে শুনে অনুষ্ঠানের প্রধান অতিথি নাসিরুদ্দিন শাহ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঘাড় নেড়ে নীরবে প্রশংসা না-করে যেন পারলেন না। এই তারিফ, হলই-বা নিরুচ্চার, শব্দহীন, প্রায় অলক্ষ্য – তবু সমগ্র অনুষ্ঠানটিকে একলহমায় উত্তীর্ণ করে দিল মনখুশির সেই উত্তুঙ্গ মার্গে–যার প্রত্যাশায় সমবেত হয়েছিলেন অগণিত মানুষ।

অনুষ্ঠানের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন নাসিরুদ্দিন শাহ৷ কথোপকথনের পুরোটা পর্ব জুড়ে যিনি ‘সৌমিত্রদা’ বলে আন্তরিক সম্মান জ্ঞাপন করলেন তাঁর সমকালীন এক অগ্রজ অভিনেতাকে৷ বইপ্রকাশের পর বিশিষ্ট সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়, যিনি আলোচ্য গদ্যসংগ্রহর অন্যতম প্রধান সম্পাদক, নাসিরুদ্দিন শাহ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটি খোলামেলা টক-শো সংগঠিত করেন৷ নাসিরুদ্দিন শাহ অভিনেতা রূপে বরাবর ঐতিহ্যকে চ্যালেঞ্জ করেছেন, ভেঙেছেন – আর সৌমিত্র চট্টোপাধ্যায় আনুগত্য প্রদর্শন করেছেন আবহমান ঐতিহ্যের প্রতি।

দুই দিকপাল অভিনেতা সম্বন্ধে এই মূল্যায়ন কি প্রযোজ্য? শমীকবাবুর প্রশ্নের উত্তরে নাসিরুদ্দিনের প্রথম প্রতিক্রিয়াই ছিল … হ্যাঁ, বলা চলে৷ আমি মনে করি সৌমিত্রদা আমার চেয়ে অনেক বেশি সেরিব্রাল, বুদ্ধিদীপ্ত৷ অন্যদিকে, আমি অনেক বেশি সাহসী ও বেপরোয়া৷ ওই টক-শো’তেই নাসিরুদ্দিন বলেন … অভিনয় করা, কি থিয়েটারে কি সিনেমায়, অত্যন্ত কঠিন একটি কাজ৷ পান থেকে চুন খসলে সবাই রঙ্গব্যঙ্গ ও সমালোচনা করেন৷ কিন্তু ভুল ধরিয়ে দিতে কেউ এগিয়ে আসেন না৷ আর সেই কথার পিঠেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের আক্ষেপ … নতুন কিছু পড়া, জানা ও শেখার আগ্রহ ক্রমশ কমছে৷ বাংলায় এই মুহূর্তে যাঁরা অভিনয় করছেন তাঁদের অনেকে ভাল করে বাংলা-ই বলতে পারেন না।

শুধু লিখলেই হয় না৷ লিখিত ও প্রকাশিত লেখা দু’মলাটের আধারে একত্র হওয়াও জরুরি৷ নইলে লেখকের চলন, তাঁর ভাবনার বিস্তার, অগ্রগতির পটভূমি ও অন্তর্দৃষ্টির আলো পাঠককে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাবে কী করে? ‘সংবাদ প্রতিদিন’-এর উদ্যোগে, পি. সি. চন্দ্র জুয়েলার্সের সহযোগিতায় ও দে’জ প্রকাশনার পরিপূরক তত্ত্বাবধানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে-গদ্যসংগ্রহ বৃহস্পতিবার প্রকাশিত হল, তা বাংলা ভাষার একজন মননশীল, সক্রিয় লেখকের পথচলার ইতিবৃত্ত উত্তরকালের পাথেয় রূপে করতলে ধারণ করে রাখবে তাতে সন্দেহ নেই।
২৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে